বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় স্বামীর সঙ্গে তালাক হওয়ার ২ ঘণ্টা পর পরকীয়া প্রেমিককে বিয়ের ঘটনা ঘটেছে। গত বুধবার (২৫ জুন) উপজেলার দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, তিন বছর আগে হিরন গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে খায়রুল মোল্লার সঙ্গে পার্শ্ববর্তী চিতশী গ্রামের কেরামত আলী শেখের মেয়ে জেসমিন বেগমের (২৫) বিয়ে হয়।
বিয়ের দেড় বছর পর জেসমিন বেগম একটি ছেলে সন্তানের মা হন।
বিয়ের পর থেকেই জেসমিন বেগমের স্বামী খায়রুল মোল্লা জীবিকার প্রয়োজনে মাঝে মাঝেই বাড়ির বাহিরে থাকতো। এ সুযোগে জেসমিন বেগমের সঙ্গে একই গ্রামের আক্তার শেখের ছেলে হাসিব শেখের (২৫) পরকীয়া সম্পর্ক গড়ে উঠে।
এই পরকীয়ার সূত্র ধরে গত মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাতে হাসিব শেখ গোপনে জেসমিন বেগমের ঘরে এসে অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়।
এ সময় জেসমিন বেগমের বাড়ির লোকজন টের পেয়ে আপত্তিকর অবস্থায় দুজনকে আটক করে ঘরে শিকল দিয়ে বেঁধে রাখে।
এ ঘটনা নিয়ে বুধবার (২৫ জুন) বিকেলে খায়রুলের বাড়িতে এক সালিস বৈঠক হয়। সালিস বৈঠকে বসে এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের চাপের মুখে খায়রুল তার স্ত্রী জেসমিন বেগমকে তালাক দিতে বাধ্য হন।
এই তালাকের ২ ঘণ্টা পর ঘাঘর বাজারে বসে ৪ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে হাসিব শেখ ও জেসমিন বেগমের বিয়ে হয়।