বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ছাত্রলীগের গোপালগঞ্জে স্কুলছাত্রের গোপনাঙ্গে আঘাত ও চাকু দিয়ে কাটার হুমকি: দুই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহাসড়কে ছোট বড় খানাখন্দ, ভোগান্তিতে হাজারো মানুষ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের গোপালগঞ্জে তরুণদের মাঝে নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করছে ‘ইউপিজি’-গ্রাম থেকেই উঠে আসুক পরিবর্তনের অগ্রদূত গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন গোপালগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মেঘলা অন্তরার জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে” টুঙ্গিপাড়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আসাদুজ্জামান রিপন: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সেজে প্রতারণার অভিযোগে ১ – প্রতারক আটক

স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলার পর আত্মহত্যা: গোপালগঞ্জে চাঞ্চল্যকর ঘটনা

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমির আলির ছেলে শাহিন শেখ (২৩) স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় ৬ মাস জেল খাটার পর জামিনে মুক্ত হয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করছে।

শাহিনের মা খুসিয়ারা বেগম অভিযোগ করে বলেন, তার ছেলে ও পাটগাতি গ্রামের শপন মুন্সির মেয়ে মীমের মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। মীমকে তার মা-বাবার কাছে ফেরত পাঠানোর অনেক চেষ্টা করলেও সে যেতে রাজি হয়নি। পরে পুলিশ এসে মীমকে নিয়ে যায়।

তবে ৩ দিন পর মীম পুনরায় শাহিনের বাড়িতে ফিরে আসে। পরে আইনজীবীর মাধ্যমে আদালত থেকে তাদের বিবাহ রেজিস্ট্রি সম্পন্ন করা হয়। প্রায় তিন মাস সংসার করার পর হঠাৎ মীমের মা নিপা বেগম মেয়েকে নিয়ে যান এবং কয়েক দিন পর গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে শাহিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন।

খুসিয়ারা বেগম বলেন, “মামলায় শাহিনকে জেল দেয়া হয় এবং টানা ৬ মাস জামিন না পেয়ে জেলে কাটাতে হয়। পরে আমি মীমের মা-বাবার সঙ্গে মামলা তুলে নেওয়ার অনুরোধ করলে তারা আইনজীবীর মাধ্যমে ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন। দর কষাকষির পর ১ লক্ষ ৩৫ হাজার টাকায় মামলা তুলে নেওয়ার কথা হয়। আমি ওই টাকা আইনজীবী হাবিবুর রহমানের হাতে তুলে দিই, কিন্তু মামলা তোলা হয়নি।”

২০ দিন পর জামিনে মুক্ত হয়ে শাহিন বাড়ি ফিরে আসে। এর কিছুদিন পর মীম তাকে ফোন করে জানায়, “আমার মা তোমার সঙ্গে আমাকে থাকতে দেবে না, অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করেছে।” এই কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়া শাহিন আত্মহত্যা করে।

মৃত্যুর আগে একটি সাদা কাগজে লিখে যায়:
“আমার মৃত্যুর জন্য দায়ী মীম ও তার মা নিপা বেগম। তাদের জন্য আমি আত্মহত্যার পথ বেছে নিলাম।”

খুসিয়ারা বেগম বলেন, “আমি গরিব মানুষ, কারও কাছে বিচার পাইনি। ছেলের মৃত্যুর তিন দিনের মাথায় মীমের আবার বিয়ে দেয় তার মা। যদি মীম অপ্রাপ্তবয়স্ক হয়, তবে কীভাবে এত দ্রুত আবার বিয়ে হয়? জাতির কাছে আমার প্রশ্ন রইলো।”

তিনি আরও বলেন, “১ লক্ষ ৩৫ হাজার টাকা দিয়েও আমার ছেলের জীবন বাঁচাতে পারলাম না। আমি চাই, এই ঘটনার সঠিক তদন্ত হোক এবং মীম ও তার মায়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে আর কোনো মা তার সন্তানকে এভাবে হারাতে না হয়।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত