বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ছাত্রলীগের গোপালগঞ্জে স্কুলছাত্রের গোপনাঙ্গে আঘাত ও চাকু দিয়ে কাটার হুমকি: দুই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহাসড়কে ছোট বড় খানাখন্দ, ভোগান্তিতে হাজারো মানুষ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের গোপালগঞ্জে তরুণদের মাঝে নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করছে ‘ইউপিজি’-গ্রাম থেকেই উঠে আসুক পরিবর্তনের অগ্রদূত গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন গোপালগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মেঘলা অন্তরার জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে” টুঙ্গিপাড়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আসাদুজ্জামান রিপন: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সেজে প্রতারণার অভিযোগে ১ – প্রতারক আটক

গোপালগঞ্জে তরুণদের মাঝে নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করছে ‘ইউপিজি’-গ্রাম থেকেই উঠে আসুক পরিবর্তনের অগ্রদূত

 

মোঃশিহাব উদ্দিন,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গ্রামীণ তরুণদের মধ্যে সচেতনতা ও নেতৃত্ব বিকাশে নিবেদিতভাবে কাজ করছেন কাজী সাদ্দাম হোসেন। তিনি একজন UPG Sustainability Fellow এবং সমাজবিজ্ঞানের শিক্ষার্থী। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের সক্রিয় করে তোলার লক্ষ্যে তিনি যুক্ত হয়েছেন United People Global (UPG)–এর Sustainability Leadership Program-এর সঙ্গে।

সাদ্দাম হোসেন বলেন, “UPG Sustainability হলো ১৯৩টি দেশের প্রায় ১০,০০০ তরুণের একটি গ্লোবাল প্ল্যাটফর্ম। এই কর্মসূচিতে তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয় দক্ষতা, মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্ব। আমি ২০২৫ সাল থেকে এই প্রোগ্রামের সঙ্গে যুক্ত আছি।”

নেতৃত্ব গঠনে সচেতনতা ও কর্ম-উদ্যোগ

বর্তমানে UPG Sustainability কর্মসূচির আওতায় গোপালগঞ্জ জেলার গ্রামীণ এলাকাগুলোতে তরুণদের সঙ্গে নিয়ে নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। তার উদ্যোগের মধ্যে রয়েছে

✔ সচেতনতামূলক পোস্টার তৈরি
✔ বৃক্ষরোপণ
✔ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
✔ মাদকবিরোধী প্রচারণা
✔ পরিবেশবান্ধব জীবনধারার প্রচার

তিনি বলেন,“প্রতি সপ্তাহে অন্তত একটি ভালো কাজ করার চেষ্টা করি। এতে নিজের মধ্যে ইতিবাচকতা আসে এবং আশপাশের তরুণরাও উদ্বুদ্ধ হয়। আমার লক্ষ্য— ‘গ্রাম থেকে নেতৃত্ব তৈরি করা’।”

গ্রামকেন্দ্রিক নেতৃত্ব তৈরির প্রয়াস

গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা সাদ্দাম জানান, তার কর্মক্ষেত্র শুধু শহর কিংবা ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ নয়। বরং গ্রামের স্কুল, বাজার, মসজিদসহ বিভিন্ন জায়গায় পোস্টারিং ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি স্থানীয় তরুণদের সম্পৃক্ত করছেন।

তার ভাষায়— “বিশ্ববিদ্যালয়ের পড়ালেখার পাশাপাশি আমি নিয়মিত গ্রামের তরুণদের সঙ্গে কাজ করি। কারণ, আমি বিশ্বাস করি— প্রকৃত পরিবর্তন শুরু হয় স্থানীয় পর্যায় থেকেই।”ভবিষ্যৎ পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি

সাদ্দাম হোসেন মনে করেন, নেতৃত্ব মানে বক্তৃতা নয়— কাজের মাধ্যমে সমাজে প্রভাব তৈরি করাই প্রকৃত নেতৃত্ব।

তার মূল লক্ষ্য তিনটি—
১. তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি
২. ছোট ছোট ভালো কাজে সবাইকে সম্পৃক্ত করা
৩. গ্রামকেন্দ্রিক নেতৃত্ব তৈরির একটি কার্যকর মডেল তৈরি

তিনি বলেন,“আমি যা শিখছি, তা গ্রামের মানুষদের সঙ্গেও ভাগ করে নিচ্ছি। আমার বিশ্বাস— ছোট ছোট ভালো কাজই একদিন বড় পরিবর্তনের সূচনা করবে।”

UPG (United People Global) সম্পর্কে সংক্ষেপে:
একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যা সাসটেইনেবিলিটি, নেতৃত্ব, সামাজিক উদ্যোগসহ বিভিন্ন বিষয়ে তরুণদের দক্ষ করে তোলে। বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের একত্র করে গঠনমূলক পরিবর্তনের জন্য প্রশিক্ষণ ও অনুপ্রেরণা দেয় এই সংগঠনটি।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত