বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন

বিজ্ঞাপন :
সংবাদিক নিয়োগ! আপনি যদি সাংবাদিকতা এবং প্রতিবেদনে অভিজ্ঞ হন এবং ব্রেকিং নিউজ থেকে প্রাথমিক প্রতিবেদন তৈরি করার জন্য আগ্রহী হন, তবে সম্মানিত সংবাদ সংস্থা তে আপনার জন্য সুযোগ আছে। সংবাদিক মান্যতা এবং প্রতিবেদন ক্ষমতা সাথে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন ছাত্রলীগের গোপালগঞ্জে স্কুলছাত্রের গোপনাঙ্গে আঘাত ও চাকু দিয়ে কাটার হুমকি: দুই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা গোপালগঞ্জে নবম শ্রেণির ছাত্রী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় মহাসড়কে ছোট বড় খানাখন্দ, ভোগান্তিতে হাজারো মানুষ দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের গোপালগঞ্জে তরুণদের মাঝে নেতৃত্ব তৈরির লক্ষ্যে কাজ করছে ‘ইউপিজি’-গ্রাম থেকেই উঠে আসুক পরিবর্তনের অগ্রদূত গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের দাফন সম্পন্ন গোপালগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মেঘলা অন্তরার জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে থাকবে না, নিজের পায়ে দাঁড়াবে” টুঙ্গিপাড়া বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আসাদুজ্জামান রিপন: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সেজে প্রতারণার অভিযোগে ১ – প্রতারক আটক

কোটালীপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে দু’গ্রামের সংঘর্ষ, আহত ২০৷

 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাঝবাড়ী ও বকংরা গ্রামে ভাঙারি ব্যবসার টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ও যৌথবাহিনী অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে।

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দুই গ্রামের লোকজন দুটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ প্রথমে সংঘর্ষ থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এর প্রায় দুই ঘণ্টা পর যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সময় প্রায় অর্ধশত ব্যক্তিকে আটক করা হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার বকংরা গ্রামের রিয়াজুল শেখ কুশলা ইউনিয়নের কান্দি গ্রামের ফারুক হোসেনের কাছ থেকে ভাঙারি ব্যবসা করার জন্য টাকা নেয়। সেই টাকা সময়মতো না দেওয়ায় ফারুক হোসেন মাঝবাড়ী গ্রামের তার শ্বশুর আলিনুর দাড়িয়াকে জানায়। আলিনুর দাড়িয়া লোকজন নিয়ে রিয়াজুল শেখের কাছে টাকা চাইতে গেলে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষে প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আবুল কালাম আজাদ বলেন, এলাকার অবস্থা বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতদের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত